রাগীব আলীসহ ছেলের বিরুদ্ধে ওপর মামলায় গ্রেফতারী পরোয়ানা

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

রাগীব আলীসহ ছেলের বিরুদ্ধে ওপর মামলায় গ্রেফতারী পরোয়ানা

ragib-ali-son

সুনির্মল সেন :: কথিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে ওপর আরেকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে মহামাণ্য আদালত। রোববার (০৯ অক্টোবর) সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এই সমন জারি করেন।

এই আদালতের পিপি মাহফুজুর রহমান জানান, অন্য একটি মামলার পরোয়ানাভূক্ত আসামী হয়ে পলাতক থাকা অবস্থায় সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম প্রকাশ হওয়াকে প্রতারণা আখ্যা দিয়ে রাগীব আলী এবং তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়। সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার বাদি হয়ে দায়েকৃত এই মামলায় রাগীব ও তাঁর ছেলের বিরুদ্ধে সমন জারি করা হয়। আজ নির্ধারিত তারিখে তাঁরা আদালতে হাজির না হওয়ায় দু’জনের বিরুদ্ধেই পরোয়না জারি করেন আদালত।

মামলায় বাদী গিয়াস উদ্দিন তালুকদার উল্লেখ করেন- দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রকাশক, মুদ্রক ও সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে রাগীব আলী এবং সম্পাদক হিসেবে আবদুল হাই বহুল পরিচিত। এ দুইজনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় জিআর ৭৪/২০০৫ এবং জিআর ১১৪৬/২০০৫ নং মামলায় গত ১০ আগস্ট গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে- গ্রেফতারী পরোয়ানা জারির পর রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। কোনো পলাতক আসামী আইনের সুবিধাভোগী হতে পারে না। সংবাদপত্র একটি আইনী প্রকাশনা। সিলেটের ডাক এর সম্পাদক, প্রকাশক, মুদ্রক আদালতে আত্মসমর্পণ না করে স্বীয় নাম ব্যবহার করে পত্রিকা প্রকাশ করতে পারেন না। আইন লঙ্ঘন করে নাম ব্যবহার করে পাঠকদের সাথে ফাঁকিবাজি ও প্রতারণা করা হয়েছে। গত ১১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই তাদের নাম যুক্ত করে দৈনিক সিলেটের ডাক প্রকাশক্রমে উপযুপুরি প্রতারণার অপরাধ করে চলেছেন। পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার জন্য আবদুল হাই ২৯টি সংখ্যা প্রকাশ করে ২৯টি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে রাগীব আলী প্রকাশক ও মুদ্রক হিসেবে দ্বৈত সত্ত্বায় প্রতিদিন ২টি করে অপরাধের দায় বহন করায় অপরাধের পরিমাণ দাঁড়ায় ৫৮টিতে। তবে সম্পাদকমন্ডলীর সভাপতি পদ অলংকারিক হওয়ায় কোনো অপরাধ বর্তায় না।

নালিশকারী হিসেবে গিয়াস উদ্দিন তালুকদার অভিযুক্ত আসামীদের প্রতিদিনের অপরাধের জন্য রাগীব আলীর ৫৮ বছর ও তার ছেলে আবদুল হাইয়ের ২৯ বছর কারাদন্ডের আবেদন করেন।

এই মামলা দায়েরের পর সিলেটের ডাক’র সম্পাদক পদ থেকে আব্দুল হাইকে সরানো হয়।

প্রসঙ্গত, এর আগে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এই পরোয়ানা জারির পর ভারত পালিয়ে যান মুক্তিযুদ্ধের ভূয়া সংগঠক ও সিলেটের কথিত দানবীর রাগীব আলী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com