রাজধানীতে বিএনপি নেতা হান্নান শাহ’র দুটি জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

রাজধানীতে বিএনপি নেতা হান্নান শাহ’র দুটি জানাজা অনুষ্ঠিত

download-2সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দ্বিতীয় জানাজা রাজধানীর মহাখালীর ডিওএইচএস ও তৃতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাখালীর ডিওএইচএস মসজিদে হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আত্মীয়, পরিজন ছাড়াও অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান বীরপ্রতীক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মো. ইব্রাহিমসহ বিশিষ্টজনরা।

মহাখালীতে জানাজা শেষে হান্নান শাহর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত জানাজায় শরিক হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা শেষে হান্নান শাহর মরদেহবাহী কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের পক্ষ থেকে। বাদ জোহর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আরেক দফা জানাজা। এরপর লাশ আবার সিএমএইচের হিমঘরে নেওয়া হবে।

এর আগে বুধবার রাতে আ স ম হান্নান শাহ’র মরদেহে শেষ শ্রদ্ধা জানান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার মহাখালী ডিওএইচএসের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান । দলীয় চেয়ারপারসন মরহুমের বাসায় পৌঁছানের পর সেখানে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। খালেদা জিয়াও চোখের পানি ধরে রাখতে পারেননি।

খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে সন্ধ্যার পর মরহুমের বাসভবনে শত শত নেতাকর্মী জড়ো হন। সেখানে আসেন সাবেক সেনাপ্রধান লে. জে. নূর উদ্দিন খানও।

আগামী শুক্রবার গাজীপুরের জয়দেবপুর উপজেলায় বিএনপির নেতা হান্নান শাহের পঞ্চম জানাজা হবে। এরপর কাপাসিয়া উপজেলায় দুটি জানাজা হবে। সেখানেই নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হবে।

এর আগে মঙ্গলবার রাতে সিঙ্গাপুরে প্রথম জানাজা হয়েছে। স্থানীয় সময় এশার নামাজের পর সেরাঙ্গুন রোডের অ্যাঙ্গোলিয়া জামে মসজিদে বিএনপির এই নেতার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের র‍্যাফেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com