রাজনগরে জোড়া খুন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

রাজনগরে জোড়া খুন

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার রাজনগরে ভাইয়ের কুড়ালের আঘাতে ভাই ও ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন হয়েছেন।

 

এরমধ্যে অটোরিকশাচালক খুনের ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মো. হোসেন মিয়াকে নিজ ঘরে তারই ছোট ভাই কলেজছাত্র আবুল হোসেন মুকিদ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে হোসেন গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অস্থায় দুুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। এনিয়ে পরিবারের কেউই মুখ খুলছেন না।

 

অপরদিকে রাজনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজার সিএনজি স্ট্যান্ডে (উত্তর বাজার) এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নিহত অটোরিকশাচালকের নাম ছোয়াব আলী (৩৮)। তিনি মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। গ্রেপ্তার দুই ভাই হলেন কাসেম আলী ও তার ভাই কোহিনুর মিয়া। তারা মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার। তিনি বলেন, দুই ঘটনায়ই হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com