রাজনের গ্রামবাশীর আনন্দ মিছিল

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৫

রাজনের গ্রামবাশীর আনন্দ মিছিল
rajon1
সুরমা মেইল: সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় ঘোষণার পর আদালত পাড়ায় রাজনের বাবাকে উল­াস করতে দেখা গেছে। এছাড়াও তার মাকে সেজদা দিয়ে আল­ার কাছে শুকরিয়া আদায় করতে দেখা গেছে। এমনকি আদালতপাড়ায় শত শত মানুষ উল­াস করেছেন। আনন্দ উল­াস শুধু সিলেটের আদালত পাড়ায় সীমাবদ্ধ নয়। রায়ের খবর শোনে রাজনের গ্রামের বাড়ি বাদেআলী গ্রামেতে স্বজনরা ছুটে এসেছেন। এছাড়াও গ্রামবাসীর মধ্যে বইছে আনন্দে বন্যা। রবিবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়েনের বাদেআলীতে নিহত রাজনের বাড়িতে গিয়ে এমন তথ্য জানা গেছে।

গ্রামবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, রাজন হত্যার রায় ঘোষণা হওয়ার পর থেকে তাদের গ্রামের প্রতিটি মানুষের মাঝে চাপা কষ্ট কিছুটা দূর হয়েছে। এমনকি রায় শোনার পর গ্রামের লোকজন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com