রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৫

রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর

rajonkill

সুরমা মেইলঃ রাজন হত্যা মামলার বিচারকার্য সম্পাদন করার জন্য মামলাটি সিলেট মেট্রোপলিটন আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম মামলাটি বিচার প্রক্রিয়া শুরুর জন্য মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ ১৬ সেপ্টেম্বর ধার্য করেন।
উল্লেখ্য যে গত ৮ জুলাই সকালে সিলেট নগরীর কুমারগাঁও এলাকায় পৈচাশিক নির্যাতন করে হত্যা করা হয় শিশু রাজনকে (১৪)।এ ঘটনার পর নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘাতকদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com