রাজশাহীতে বিএমএসএস বিভাগীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪

রাজশাহীতে বিএমএসএস বিভাগীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

সুরমামেইল ডেস্ক :
বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটির জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সকলে একত্রিত হন এবং দুপুরে সকল সহযোদ্ধারা একসাথে খাওয়া দাওয়া করেন। এরপর পরিচয় পর্ব শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রতি মাসে জুম মিটিং, ২য় রি-ইউনিয়নসহ জেলা কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সকল সহযোদ্ধারা তাদের নিজ নিজ মতামত দেন।

 

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির জরুরি বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: মাসুদ আলী পুলক, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, সহ-সভাপতি মো: মোর্শেদউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: ইসরাফিল, উপ-আইন সম্পাদক মো: রুবেল হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো: মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: হাসিবুর রহমান এবং সম্মানিত সদস্যবর্গ সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম মিলন, শাহীন, সালাউদ্দিন আহমেদ সিজারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বর্ধিত সভা শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়। পরিশেষে সভাপতি ও সেক্রেটারি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com