সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫
সুরমা মেইলঃ ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘসময় আসীন থাকার ক্ষেত্রে রেকর্ড গড়ছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এদিক থেকে তিনি ছাড়িয়ে যাচ্ছেন রাণী ভিক্টোরিয়াকে।
রাণী ভিক্টোরিয়া সিংহাসনে বসেন ১৮ বছর বয়সে এবং ৬৩ বছর সাত মাস দুই দিন তিনি সিংহাসনে ছিলেন।
অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথ ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এবং আজ ৯ই সেপ্টেম্বর তিনি রাণী ভিক্টোরিয়ার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন।
তাদের দুজনের মধ্যে আশ্চর্য কিছু মিল আছে, আবার অমিলও কম নয়।
ভিক্টোরিয়া যেদিন রাণীর মুকুট পরেন সেদিন লন্ডনের রাস্তায় উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিলেন চার লক্ষ মানুষ।
আর রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয় এবং তা দেখেন ব্রিটেনের দুই কোটি ৭০ লক্ষ মানুষ।
রাণী ভিক্টোরিয়া বিয়ে করেন প্রিন্স অ্যালবার্টকে ১৮৪০ সালের ১০ই ফেব্রুয়ারী। প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর আগে পর্যন্ত তারা বিশ বছর এক সঙ্গে সংসার করেন।
রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালের ২০শে নভেম্বর ২১ বছর বয়সে। তাদের বিবাহিত জীবনের ৬৮ বছর চলছে এখন।
রাণী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটে বিশ্বের এক চতুর্থাংশ জায়গা জুড়ে।
তবে রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এই সাম্রাজ্য সংকুচিত হতে হতে একেবারে ছোট হয়ে এসেছে। তিনি এখন যুক্তরাজ্যে এবং আরও ১৫টি কমনওয়েলথ দেশ ও ভুখন্ডের সরকার প্রধান।
রাণী ভিক্টোরিয়া তাঁর মেয়াদকালে ব্রিটেনে দশজন প্রধানমন্ত্রী বদল হতে দেখেছেন।
অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের মেয়াদকালে এপর্যন্ত ব্রিটেনে ১২ জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাণী ভিক্টোরিয়ার আমলে রাজ কোষাগার থেকে ছাড়া হয়েছে আড়াইশো কোটি মূদ্রা।
আর রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এপর্যন্ত ছাড়া হয়েছে ৬৮০ কোটি মূদ্রা।
রাণী ভিক্টোরিয়ার নামে ব্রিটেনে মোট ১৫৩ টি রাস্তার নাম রাখা হয়েছে।
আর রাণী দ্বিতীয় এলিজাবেথের নামে আছে ২৩৭ টি রাস্তা।
সুত্রঃবিবিসি
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি