রাতে মাঠে নামছে রিয়াল, বার্সা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

রাতে মাঠে নামছে রিয়াল, বার্সা

images-2স্পোর্টস ডেস্ক :: স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় এইবারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে রাত পৌনে ১টায় সেল্টা ডি ভিগোর মাঠে খেলবে বার্সেলোনা। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে।

ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্টও ১৪, তবে গোল গড়ে পিছিয়ে দুইয়ে আছে তারা। রিয়ালের সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা।

শীর্ষস্থান মজবুত করতে তাই আজ এইবারের বিপক্ষে জয়ের বিকল্প নেই রিয়ালের। কিন্তু জিনেদিন জিদানের দল যে সম্প্রতি ড্রয়ের বৃত্তে বন্দী হয়ে পড়েছে!

লা লিগায় শেষ দুটি ম্যাচে ভিয়ারিয়াল ও লাস পালমাসের সঙ্গে ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গিয়েও ড্র নিয়ে ফিরেছে রিয়াল। আজ এইবারের বিপক্ষে ড্রয়ের এই বৃত্ত ভাঙবে রোনালদো-বেলদের?

পরিসংখ্যানে চোখ রেখে অবশ্য জয়ের আশা করতেই পারেন রিয়াল-সমর্থকরা। লিগে এইবারের বিপক্ষে শেষ চার ম্যাচের সব কটিতেই জিতেছে রিয়াল। চার ম্যাচে তারা গোল করেছে ১৩টি, খায়নি একটিও।

অন্যদিকে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াও দারুণ ছন্দে আছে বার্সেলোনা। গত ২২ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পড়েন মেসি। ম্যাচের পর বার্সেলোনা জানায়, আর্জেন্টিনা ফরোয়ার্ডকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

মেসিকে ছাড়াই গত সপ্তাহে লিগে স্পোর্টিং গিজনকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। মেসিকে ছাড়া আজ সেল্টা ভিগোর বিপক্ষেও হয়তো জ্বলে উঠবেন সুয়ারেজ-নেইমাররা।

লা লিগায় গত মৌসুমে সেল্টার মাঠ থেকে ৪-১ গোলে হেরে ফিরেছিল বার্সা। তবে নিজেদের মাঠে ফিরতি ম্যাচে সেল্টাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল এনরিকের দল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com