“রানা প্লাজা” প্রদর্শনে আর কোনো বাধা নেই

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৫

“রানা প্লাজা” প্রদর্শনে আর কোনো বাধা নেই

photo-1440415846

সুরমা মেইলঃ  অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি “রানা প্লাজা”।রানা প্লাজা ধস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ প্রদর্শন ও সম্প্রচারের ওপর হাইকোর্টের দেওয়া ছয়মাসের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে চলচ্চিত্রটি প্রদর্শনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রোববার (৬ সেপ্টেম্বর) এ স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের প্রযোজক শামীম আকতারের পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও এ এম আমিনউদ্দিন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, যেহেতু চলচ্চিত্র সেন্সর বোর্ড আগেই চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে, সেহেতু সেটি আটকে রাখার সুযোগ নেই। এ কারণে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ম মোখলেছুর রহমান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com