সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫
সুরমা মেইলঃ ভারতীয় অভিনেত্রী রানি মুখার্জি মা হতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন তার ভাইয়ের স্ত্রী জ্যোতি মুখার্জি। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার ও প্রয়াত নির্মাতা ইয়াশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই রানির মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই কঠোর গোপনীয়তা অবলম্বন করেছেন রানি।
মুম্বাই মিররকে রানীর গর্ভধারণের কথা নিশ্চিত করেন তার ভাই রাজার স্ত্রী জ্যোতি, যিনি নিজে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।
আরেকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারিতে সন্তান প্রসব করবেন রানি। আর এ কারণেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছেন তিনি।
সূত্রটি আরও বলছে, জুলাইয়ের শেষের দিকে লন্ডনে দেখা গেছে রানিকে। এক ভক্ত জানায়, সেখানকার এক স্পাতে গর্ভধারণকালীন বিশেষ মালিশ করাচ্ছিলেন তিনি। এই মুহূর্তেও স্বামীর সঙ্গে ভারতের বাইরে অবস্থান করছেন রানী।
তবে মুম্বাইতেই রানীর সন্তানের জন্ম হবে বলে জানিয়েছে সূত্রটি।
চার বছর প্রেম করার পর ২০১৪ সালের ২১ এপ্রিল আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। সুদূর ইতালির এক গ্রামে কঠোর গোপনীয়তার মধ্যে ঘরোয়াভাবে শুভকাজটি সারেন তারা।
বিয়ের পরপরই মুক্তি পায় রানী অভিনীত ‘মারদানি’ সিনেমাটি। অ্যাকশন থ্রিলার ‘মারদানি’তে অভিনয়ের পর নতুন কোনো সিনেমায় কাজ করেননি রানি। আর ‘মারদানি’র শুটিংও শেষ হয়েছে তাদের বিয়ের আগেই।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি