রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীদের ধন্যবাদ জানালেন হাছান মাহমুদ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীদের ধন্যবাদ জানালেন হাছান মাহমুদ

download-4সুরমা মেইল ডেস্ক :: যারা সুন্দরবন রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, সুন্দরবন নিয়ে উদ্বেগ ভালো তবে অতিমাত্রায় উদ্বেগ ভাল না।

তিনি বলেন, আন্দোলনকারীদের জন্য সরকার অধিক গুরুত্ব দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে যাতে সুন্দরবনের পরিবেশের কোনো প্রকার ক্ষতি না হয়। এ সময় তিনি বিদ্যুৎ কেন্দ্র বিরোধীদেরও ধন্যবাদ জানান।

সোমবার সিরডাপ মিলনায়তনে ‘ন্যাশনাল এনার্জি প্লান এন্ড পলিসিস’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সরকারের বাইরে থাকলে অনেক দাবি দাওয়ার কথা বলা যায়, তবে সরকারে আসলে সামর্থ এবং সাধ্যের মধ্যে থেকে চিন্তা করতে হয়। সরকার চিন্তা করে সাশ্রয়ে কিভাবে জনগণকে বিদ্যুৎ দেওয়া যায়। অবশ্য সাধ্যের মধ্যে দিতে গিয়ে আমাকে এটা মনে রাখতে হবে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়।

সরকার আগামী ২০৪১ সালের মধ্যে ১১ শতাংশ সোলার বিদ্যুৎ বাস্তাবায়ন করবে তবে এটা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ২০২১ সালে যদি ১০ শতাংশ করা যায় তাহলে ২০৪১ সালে ২৫ শতাংশ হওয়া প্রয়োজন। বায়োগ্যাস পদ্ধতি এখন চলমান আছে তবে তা বাড়াতে হবে। এতে করে দেশের এবং প্রাকৃতিক পবিবেশের ক্ষতি কমবে।

তিনি বলেন, আমি মনে করি আমরা যদি আঞ্চলিক সহযোগিতা কাজে লাগাতে পারি তাহলেই সম্ভব। আমাদের রাজনীতি আর অর্থনীতিকে আলাদা করে কাজ করেতে হবে বলে জানান তিনি।

ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড. আইনুন নিশাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো. সাকিব নাবি, মো. শামসুদ্দোহা ও মো. আনোয়ারুল ইসলাম সিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com