রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক টি৯০ ট্যাংক পাচ্ছে ইরান

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক টি৯০ ট্যাংক পাচ্ছে ইরান

2015

 

সুরমা মেইল. আন্তর্জাতিক : রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক টি৯০ ট্যাংক পাচ্ছে ইরান। এ খবর জানিয়েছেন ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান। তিনি বলেছেন, রাশিয়ার কাছ থেকে এই ট্যাংক কেনার কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অচিরেই ইরানের পদাতিক বাহিনীর কাছে টি৯০ ট্যাংক হস্তান্তর করা হবে।

জেনারেল পুরদাস্তান বলেন, ইরানের সশস্ত্র বাহিনীকে এতটা শক্তিশালী হতে হবে যাতে দেশের জনগণ নিজেদের নিরাপত্তার ব্যাপারে স্বস্তি বোধ করে। তার মতে, “শত্রু যখন দেখবে আমাদের আঙ্গুল ট্রিগারের ওপর রয়েছে তখন তারা তাদের অশুভ পরিকল্পনা থেকে পিছু হটবে।”

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com