সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ঘাটি থেকে উড়ে যেয়ে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী শিবিরের ওপর হামলা করেছে দেশটির কৌশলগত ছয়টি দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান। অভিযান শেষে এ সব বিমান নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে।
মঙ্গলবার ভোরে রুশ দক্ষিণাঞ্চলীয় বিমান ঘাটিগুলো আকাশে উড়ছে এ সব বিমান। সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা এবং আস সুখনার পূর্বে ও আরাক গ্রামের কাছে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর ওপর এ সব বিমান হামলা করেছে।
অভিযান শেষে সব বিমানই নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। এ ছাড়া বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে এ অভিযান সম্পর্কে আগেই অবহিত করা হয়েছিল।
দামেস্ক সরকারের আমন্ত্রণে মস্কো গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে মস্কো।
Design and developed by ওয়েব হোম বিডি