সিলেট ১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৫
সুরমা মেইলঃ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে তার সম্ভাব্য কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ৮ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। খবর বাসসের
রাষ্ট্রপতি আবদুল হামিদ জলবায়ু পরিবর্তন প্রশমনে বাংলাদেশের উদ্যোগের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পদক ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, এটি বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য গর্বের বিষয় এবং এ পুরস্কার পরিবেশ দূষণ প্রশমনে কাজ করতে জনগণকে অনুপ্রাণিত করবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং এর ফলে ওই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ১৪ সেপ্টেম্বর ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন ফর এডমিনিস্ট্রেটিভ রিফর্মস (নিকার) ময়মনসিংহকে নতুন বিভাগ হিসেবে অনুমোদন দেয়। এর ফলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়িয়েছে ৮টিতে।
ঈদুল আজহার সময় যুক্তরাষ্ট্রে থাকবেন বলে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি