রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

pm-big20160709180341

সুরমা মেইল নিউজ :  বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী সম্প্রতি তার বুলগেরিয়া, জাপান ও সৌদি আরব সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি তার সদ্য সমাপ্ত ভুটান সফরের বিভিন্ন দিক নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com