সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তোলা ১৩ দফা প্রস্তাবই রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে আবার তুলে ধরেছে দলটি। এক ঘণ্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বৈঠকের পর তারা আশাবাদী হয়ে উঠেছেন।
বিকাল সাড়ে চারটা থেকে বঙ্গভবনে এক ঘণ্টার বৈঠক শেষে মির্জা ফখরুল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। তবে বিএনপির নেতা একটি ছাড়া কোনো প্রশ্ন নেননি।
মির্জা ফখরুল বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে খুশি হয়েছি, আশাবাদী হয়ে উঠেছি। তিনি একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে জড়িত। সর্বজনশ্রদ্ধেয় মানুষ। আমরা আশা করি তিনি যে উদ্যোগ নিয়েছেন তা সফল হবে এবং এর মধ্য দিয়ে সংকট নিরসন হবে।
বঙ্গভবনে ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও উঞ্চ আমজে’ আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ আন্তরিকতা দিয়ে বিএনপির চেয়ারপারসন ও প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি মনে করেন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষা, সাহসী ও যোগ্য নির্বাচন কমিশন গঠন করা জরুরি।
মির্জা ফখরুল জানান, গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন সংবাদ সম্মেলন করে যে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেছিলেন, সেটিরই একটি সারাংশ তারা তুলে ধরেছেন রাষ্ট্রপতির কাছে। নির্বাচন কমিশন গঠনের পদ্ধতিগত দিকগুলো নিয়ে কথা বলেছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলোচনার সময় চেয়েছিলাম। তিনি আজ আমাদের সময় দিয়েছেন।’
এই বৈঠকে খালেদা জিয়া ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এই তালিকায় মির্জা আব্বাস ও তরিকুল ইসলামের নাম থাকলেও তারা বঙ্গভবন যাননি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি