রাস্তাঘাটে অপর্কম করে বেড়াচ্ছেন, সাবধান! গুগল ক্যামেরা আপনাকে দেখছে

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫

রাস্তাঘাটে অপর্কম করে বেড়াচ্ছেন, সাবধান! গুগল ক্যামেরা আপনাকে দেখছে
google
সুরমা মেইলঃ রাস্তাঘাটে অপর্কম করে বেড়াচ্ছেন, ভাবছেন কেউ দেখবে না। কিন্তু সেই দিন শেষ। গুগল স্যাটেলাইট ক্যামেরা আপনাকে লক্ষ্য করছে৷ ভাবছেন বানিয়ে বলছি৷ না, ভুল ভাবছেন৷ ছবিটার দিকে একবার তাকান৷ একজন মহিলা হাতে সিগারেট নিয়ে প্রকাশ্য রাস্তায় অপকর্ম করছেন৷ আর যা সরাসরি গুগল ম্যাপের সাহায্যে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে৷

যদিও গুগল ছবিটির প্রয়োজনীয় অংশ মোঝাইক করে দিয়েছে৷ তবে প্রথমে ছবিটি কোনো ধরনের সম্পাদনা না করে সরাসরি প্রকাশ করে দেয় গুগল৷ তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ পরে অবশ্য ভুল স্বীকার করে ছবিটি মোঝাইক করে আপলোড করে গুগল৷

নেদারল্যান্ডের অ্যামমেরের রাস্তার ধারে এক মহিলা সিগারেট মুখে মূত্রত্যাগ করছেন৷ আর এ ধরা পড়েছে গুগলের ক্যামেরায়। এবার থেকে আপনিও সাবধানে থাকবেন৷ রাস্তায় কোনো অপকর্ম করার আগে দুইবার ভাববেন৷

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com