রাহিম রাবেয়া ২য় মেধা অন্বেষণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

রাহিম রাবেয়া ২য় মেধা অন্বেষণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে রাহিম রাবেয়া ২য় মেধা অন্বেষণ পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর সহযোগিতায় ও সারী ইলিভেন ব্রাদার্স জুনিয়রের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সারীঘাট উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র ক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী।

রাহিম রাবেয়া ২য় মেধা অন্বেষণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, তামাবিল হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত এডহক কমিটির অভিভাবক সদস্য তোফায়েল আহমেদ, সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র ক্লাবের উপদেষ্টা মুহিবুর রহমান, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ, উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব, সহকারী শিক্ষক করিম আহমেদ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শহির উদ্দিন।

 

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন আল আমিন,বাসির আহমেদ, ফাহিম আনান আদিল, জাহাঙ্গীর আলম, সবুজ আহমেদ, নুশিন আহমেদ, সাব্বির আহমেদ, ফারহান আনান নাবিল, শালিক আহমেদ নাসিম, জাকারিয়া আহমেদ সহ স্হানীয় গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ অন্যান্যরা।

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com