রায়নগর থেকে মাদক ব্যবসায়ী হোসনে আরা গ্রেফতার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর রায়নগর এলাকায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী হোসনে আরাকে (৩৩) আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রায় সাড়ে দশ লাখ টাকা মূল্যমানের ৪২পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় নগদ আরও ২৭ হাজার টাকা।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসনে আরাকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলা সদরের চিনাউড়া গ্রামে। সে বর্তমানে নগরীর রায়নগরে বাসা ভাড়া নিয়ে থাকত। এর আগেও একাধিকবার তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হতে হয়েছিল।

Manual3 Ad Code

র‌্যাব-৯ এর এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) পিযুষ চন্দ্র দাস এ তথ্য জানিয়ে বলেন, আটক হোসনে আরা সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত। উদ্ধারকৃত মাদকসহ তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code