রায়ে আমি খুশি, রাজনের বাবা

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৫

baba 2
সুরমা মেইলঃ সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আজিজুর রহমান ও রাজনের বাবার নিযুক্ত আইনজীবী এডভোকেট শওকত হোসেন চৌধুরী। রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তারা নিজেদের সন্তোষ প্রকাশ করেন।

রাজনের বাবা আজিজুর রহমান বলেন, রায়ে আমি খুশি। আদালত, বিচারক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

তিনি বলেন, আমি চাই রায় দ্রুত কার্যকর হোক। এজন্য রায় কার্যকর হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে রায়ে নিজের সন্তোষ জানিয়েছেন রাজনের বাবার নিযুক্ত আইনজীবী এডভোকেট শওকত হোসেন চৌধুরী।

তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। রায়ে আমি সন্তোষ প্রকাশ করছি। এ ধরনের জঘন্য হত্যাকান্ডে এরকম রায়ই হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com