সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের মধ্যে এক কোটি ৫০ লাখ ডলার ফেরত পাওয়ার পথে আরো এক ধাপ অগ্রগতি হয়েছে। ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল এএমএলসি’র নির্বাহী পরিচালক জুলিয়া বাকে আবাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ফিলস্টার বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত মে মাসে ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অংয়ের ফেরত দেয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দেয়ার বিষয়ে একটি আবেদনে ইতোমধ্যে ম্যানিলার নিম্ন আদালত সম্মতি দিয়েছে। বাংলাদেশ সরকার ওই আদালতে সেই টাকার দাবি উত্থাপন করলে এবং আদালত তাদের আবেদনে সম্মতি দিলে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত ওই অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করা যাবে। ম্যানিলায় ফিলিপাইন ন্যাশনাল ব্যাংকের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে আবাদ এসব কথা বলেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের একটি ব্যাংকে স্থানান্তর করতে সক্ষম হয় হ্যাকাররা। পরে সেই অর্থ অর্থ থেকে প্রায় দুই কোটি ১৫ লাখ ডলার ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অংয়ের কাছে চলে যায়। অর্থ পাচারের বিষয়ে ফিলিপাইনের সিনেটের ব্লুরিবন কমিটি তদন্ত শুরুর করে। পরবর্তীতে এক কোটি ৫০ লাখ ডলার সরকারের কছে হস্তান্তর করে প্রতারক জুয়াড়ি অং।
Design and developed by ওয়েব হোম বিডি