সুরমা মেইলঃ মানুষের জীবনে প্রেম যে পূর্ণতা পাবেই, তা কখনই বলা যায় না। কিন্তু অনেকেই এই চরম সত্যতা মেনে নিতে পারে না৷ আর তখনই তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে৷ প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ওপর ‘প্রতিশোধ’ নিতে তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও অনলাইনে ফাঁস করে দেয়। এতে তাঁদের মনের ‘জ্বালা’ মিটুক বা না মিটুক মুহূর্তে তছনছ হয়ে যায় তাদের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার জীবন৷লজ্জায়-ঘৃণা-আতঙ্ক গ্রাস করে তাঁদের৷অনেকে আবার আইনি ঝক্কি সামলাতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ৷
কিন্তু এখন আর আত্মহত্যার পথ বেছে নিতে হবে না। কারণ প্রতিশোধমূলক বা রিভেঞ্জ পর্নো রুখতে আসছে নতুন সাইট। এই সাইটে নালিশ জানালেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট হওয়া অশালীন ছবি এবং ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলা হবে৷ যারা রিভেঞ্জ পর্ন পোস্ট করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নিতে সাহায্য করবে এই সাইট৷ পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের আপত্তিকর ভিডিও যাতে অনলাইনে আর পোস্ট না হয়, সেদিকেও নজর রাখা হবে৷
নতুন এই সাইট খুলছে ক্যালিফোর্নিয়ায়। অভিনব এই উদ্যোগ নিয়েছেন সেখানকার স্টেট অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিস। তাঁর পাশে দাঁড়িয়েছে মাইক্রোসফট, গুগল, ফেসবুক, টুইটারের মতো বিশ্বের প্রথম সারির একাধিক প্রযুক্তি সংস্থা।
স্টেট অ্যাটর্নি জেনারেল হ্যারিসের দাবি, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সম্মতি না নিয়ে শুধুমাত্র তাঁর ওপর প্রতিশোধ নিতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে ফাঁস করা জঘন্য এবং কাপুরোষোচিত কাজ। এই ‘সাইবার-এক্সপ্লয়টেশন’ রুখতে সাহায্য করবে নতুন সাইটটি। যাঁরা ‘রিভেঞ্জপর্নো’র শিকার হয়েছেন, তাঁরা যাতে ন্যায়-বিচার পান, সে দিকেও লক্ষ্য রাখবে এটি৷সেইসঙ্গে তিনি ধন্যবাদ জানান প্রযুক্তি সংস্থাগুলিকেও৷