সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৫
সুরমা মেইল : বিশ্বসেরা তারকাদের নিয়ে স্প্যানিশ দুই দল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল ‘এল ক্লাসিকো’র যুদ্ধে। এ যুদ্ধে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। ফলে, পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রাখলো মেসি-নেইমার-সুয়ারেজদের দলটি।
বার্সার হয়ে গোল করেন সুয়ারেজ, নেইমার আর ইনিয়েস্তা। ইনজুরি কাটিয়ে ম্যাচের ৫৭ মিনিটের মাথায় মাঠে নামেন প্রায় দুই মাস মাঠের বাইরে থাকা মেসি। অপরদিকে অনেকটা নিষ্প্রভ ছিলেন রিয়াল তারকা রোনালদো-বেল-বেনজেমা-রদ্রিগেজরা।
লা লিগার এ ম্যাচটি রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হওয়ায় আতিথ্য নেয় বার্সা। মেসিকে ছাড়া কাতালান দলটিতে শুরুর একাদশে কোচ লুইস এনরিক মাঠে নামান ক্লদিয়ো ব্রাভো, দানি আলভেজ, জেরার্ড পিকে, মাশচেরানো, জরদি আলবা, সার্জিও বাসকুয়েটস, সার্জি রবার্তো, ইভান রেকিটিচ, আন্দ্রে ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ আর নেইমারকে।
Design and developed by ওয়েব হোম বিডি