রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রদ্রিগেজ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: ২০১৪ সালের বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। তার দাবি, ক্লাবের জার্সিতে মাঠে নামার ‘সুযোগ’ পাননি তিনি! যদিও ক্লাবের তিনটি শিরোপা যেমন চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ এবং ইউরোপিয়ান সুপার কাপের শিরোপার স্বাদ পেয়েছেন রদ্রিগেজ। রিয়ালের হয়ে ৬৩ ম্যাচে ২১ গোল করেছেন কলম্বিয়ার এ তারকা। ব্যক্তিগত সাফল্য খুব বেশি নন তিনি।

নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি। এজন্য রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি । গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদের ওপর খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞা এক মৌসুমের জন্য কমিয়েছে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। আর এ সুযোগেই রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা বেশি হামেস রদ্রিগেজের।

সম্প্রতি রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে। জাপানে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচটি খেলার ইচ্ছে ছিল রদ্রিগেজের। কিন্তু রিয়ালের একাদশে ঠাঁই হয়নি তার। রদ্রিগেজ বলেন,‘আমি ফাইনাল খেলতে মুখিয়ে ছিলাম। সুযোগ হয়নি খেলার। কিন্তু আমি খুশি যে আমরা শিরোপা জিতেছি। এটা আমার ক্যারিয়ারের ১৫তম শিরোপা।’

রদ্রিগেজ বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে বলতে পারছি না আমি রিয়াল মাদ্রিদে থাকব কি না। আমার কাছে অফার আছে। আমার পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যত নির্ধারণের জন্য ৭ দিনের সময়ও আছে। আমি মাদ্রিদে খুশি কিন্তু আমি আরও বেশি খেলতে চাই। কিন্তু সেই সুযোগটি পাচ্ছি না।’ রদ্রিগেজ এর রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা বেশি। তবে প্রশ্ন হচ্ছে, চলতি মৌসুম শেষে, নাকি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ছাড়বেন রদ্রিগেজ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com