রুটকে টপকে দ্বিতীয় স্থানে কোহলি

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

রুটকে টপকে দ্বিতীয় স্থানে কোহলি

স্পোর্টস ডেস্ক :: টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ইংল্যান্ডের জো রুটকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৫ রানের দানবীয় ইনিংস খেলার সুবাদেই র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে গেছেন কোহলি।

মুম্বাই টেস্ট খেলার আগে কোহলির রেটিং ছিল ৮৩৩। অপরদিকে ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে সে সময় দ্বিতীয়স্থানে ছিলেন রুট। তবে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৪০ বলে কোহলি ২৫টি চার এবং ১টি ছক্কায় ২৩৫ রান করেন। এমন দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে র‌্যাংকিং-এর দ্বিতীয়স্থানে উঠে এসেছেন তিনি। আর তার ব্যাটিং নৈপুণ্যে মুম্বাই টেস্ট ইনিংস এবং ৩৬ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত। ওয়ানডেতেও দ্বিতীয় স্থানে থাকা কোহলি টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটে আছেন এক নম্বরে।

মুম্বাই টেস্টের দুই ইনিংসে ২১ এবং ৭৭ রান করেছেন রুট। দ্বিতীয় স্থান হারালেও, রুটের রেটিং বেড়েছে ৭। আর যথারীতি তালিকার শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com