সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫
সুরমা মেইলঃ জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ‘মহুয়া সুন্দরী’ নামের একটি ছবির আইটেম গানে কণ্ঠ দিয়েছেন। গত শনিবার রাতে এই আইটেম গানটির ভিডিও প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। ফুলেরও আসন ফুলের বসন, ফুলেরও বিছানায়…শিরোনামের গানটিতে ঠোঁট মিলিয়েছেন এ ছবির নায়িকা পরীমণি। একই সঙ্গে আইটেম গানটির সঙ্গে যাত্রা মঞ্চে নেচেছেন পরী। জুয়েল মাহমুদের লেখা গানটির সুর করেছেন ইমন সাহা।
‘ময়মনসিংহ গীতিকা’র জনপ্রিয় উপাখ্যান ‘মহুয়ার পালা’ অবলম্বনে ছবিটিনির্মাণ করছেন রওশন আরা নীপা। মহুয়া সুন্দরী নামের ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। মহুয়া সুন্দরীর চরিত্রে অভিনয় করছেন পরিমণি। মহুয়া সুন্দরী ছবিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা, সুমিত, জয়রাজ প্রমুখ। ছবিতে গান আছে ছয়টি। সংগীতায়োজন করেছেন ইমন সাহা এবং অমিত চট্টোপাধ্যায়।
Design and developed by ওয়েব হোম বিডি