রুশ বিমান ভূপাতিত তুরস্কের হামলায়

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৫

রুশ বিমান ভূপাতিত তুরস্কের হামলায়
tt
সুরমা মেইলঃ  সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী এলাকায় তুরস্কের হামলায় একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সু-২৪ বিমানে দুজন পাইলট ছিলেন। এটি সিরিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়।

যদিও তুরস্কের প্রতিরক্ষা দপ্তরের দাবি, এর আগে একাধিকবার রাশিয়াকে আকাশসীমা লঙ্ঘনের জন্য সতর্ক করা হয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, লাটাকিয়া প্রদেশের পাবর্ত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

সেপ্টেম্বরের শেষের  মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একাধিকবার আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ এসেছে তুরস্ক। এমনকি এই নিয়ে রুশ কূটনীতিক তলবও করেছে দেশটি

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com