সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৫
সুরমা মেইলঃ ইউরোপের ঘরোয়া লীগে গত মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক হওয়ায় রেকর্ড চতুর্থবারের মত গোল্ডেন বুট এ্যাওয়ার্ড পেয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর আগে কেউ চারবার এই এ্যাওয়ার্ড পাননি।
গত মৌসুমে ৩৫টি লা লিগা ম্যাচে রোনাল্ডো ৪৮ গোল করেছেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে এটি তার তৃতীয় গোল্ডেন বুট। এর আগে ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি এই পুরস্কার জিতেছিলেন। গতকাল অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী রোনাল্ডোর সাথে ছিলেন তার মা ও ছেলে। এছাড়া রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেজ ও ক্লাব সভাপতি ফ্লোরেনটিনো পেরেজও উপস্থিত ছিলেন।
সম্প্রতী রোনাল্ডো রিয়াল কিংবদন্তী রাওল গঞ্জালেজের গোলের রেকর্ড ভঙ্গ করে ৩২৪ গোল করে মাদ্রিদের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চারবারের গোল্ডেন বুট পুরস্কার জয়ের পরে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন এই মাদ্রিদ তারকা। তিনি বলেন, আজ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার স্পোর্টিং ক্যারিয়ারের একটি দারুন মুহূর্ত। চতুর্থবারের মত গোল্ডেন বুট পাওয়া সত্যিই সৌভাগ্যের। এই ট্রফিটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অর্জনে যে সমস্ত সতীর্থ আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি এতেই সন্তুষ্ট নই। আমি আরো বেশী চাই, পঞ্চম অথবা সম্ভব হলে ষষ্ঠ। কিন্তু জানি এটা পাওয়া খুবই কঠিন হবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি