সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন অ্যাক্টিভ ব্যবহারকারী বলিউডের দাবাং নায়িকা সোনাক্ষী সিনহা। তিনি প্রায়ই তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন টুইটারে। এই পরিপ্রেক্ষিতে গত সোমবার সোশাল মিডিয়া টুইটারে ভক্তদের সঙ্গে একটা প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। এই প্রশ্নোত্তর পালা চলার সময় এক ভক্তের প্রশ্নে রেগে গেলেন সোনাক্ষী। সেই ভক্ত তাকে প্রশ্ন করেন, পর্দায় কবে সোনাক্ষী তাঁর শরীরের ভাঁজ দেখাবেন। অর্থাৎ অন্য নায়িকাদের মতো বিকিনি পরবেন কবে তিনি। এই প্রশ্ন শুনে খুব রেগে যান নায়িকা।তিনি তৎক্ষণাৎ সেই ভক্তকে বলেন, এই প্রশ্ন তোমার মা আর বোন কে করো। আর তারা কি উত্তর দিলেন তা আমাকে জানিয়ে দিও। কিছুক্ষন পরে অবশ্য সোনাক্ষী ওই টুইটটি মুছে দেন। এবং নতুন একটি টুইট করেন। তাতে তিনি জানালেন পুরনো টুইটটি সরিয়ে দেয়ার কারণ। সোনাক্ষী লিখেছেন, আমি ওই টুইটটি মুছে দিলাম কারণ আমার ভক্ত ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছে। আমি মনে করি ওর মতো ব্যক্তিদের উচিত শিক্ষা দিতে পেরেছি। সকলের নারীদের সম্মান করতে শেখা উচিৎ।
Design and developed by ওয়েব হোম বিডি