রেডিও জকির গালে কশিয়ে চড় মারলেন অর্জুন কাপুর

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬

রেডিও জকির গালে কশিয়ে চড় মারলেন অর্জুন কাপুর

Arjuun20160329114306

বিনোদন ডেস্ক : একেবারে আকাশ থেকে পড়ার মতোই খবর। সরাসরি সম্প্রচার হওয়া এক অনুষ্ঠানে রেডিও জকিকে কশিয়ে চড় মারলেন বলিউড তারকা অর্জুন কাপুর। এরইমধ্যে এই চড়ের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়াতে।

আনন্দবাজার সূত্রের খবর, কারিনা কাপুরের বিপরীতে প্রথমবারের মতো কাজ করেছেন অর্জুন। ‘কি অ্যান্ড কা’ নামের ছবিটির প্রচারে সম্প্রতি মুম্বাইয়ে একটি রেডিও চ্যানেলের স্টুডিওতে যান তিনি। সেখানেই এক রেডিও জকির অবাঞ্চিত প্রশ্নে মেজাজ হারিয়ে তার গালে চড় বসিয়ে দেন অর্জুন।

এখানেই থেমে থাকেননি তিনি। স্টুডিও এবং তার বাইরে উপস্থিত সকলকে তাদের ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি। এক টানে স্টুডিওতে বসানো ক্যামেরাটিও খুলে ফেলে দেন ফ্লোরে। তবে কথা উঠেছে এটি নিতান্তই প্রচারণার একটি কৌশল। এই পুরো ব্যাপারটাই নাকি পাবলিসিটি স্টান্ট। ‘কি এন্ড কা’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১ এপ্রিল। তাই ভক্তদের নাকি আগাম ‘এপ্রিল ফুল’ বানিয়ে নিলেন ছবির নায়ক।

দেখুন চড়ের ভিডিওটি :

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com