সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : রেলওয়ের সম্পত্তি চুরি কিংবা অবৈধ দখল প্রমাণ হলে জড়িতদের অনধিক সাত বছরের জেল অথবা জরিমানার বিধান রেখে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়া কোম্পানি আইন,২০১৬ এর তফসিল-২ এ উল্লিখিত ফি (কর বহির্ভূত রাজস্ব) পুনর্র্নিধারণ/বর্ধিতকরণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
মোহাম্মদ শফিউল আলম আরো জানান, এই আইনের আওতায় কোনো ব্যক্তি রেলওয়ের সম্পত্তি দখল ও চুরি করলে ৭ বছরের কারদণ্ড বা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। এতে সহায়তা করলে ৫ বছরের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে এ আইনে পরোয়ানা জারি ছাড়াই আসামিকে গ্রেপ্তারে করতে পারবে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি