রোজ সানির ঘরে যান প্রযোজকরা!

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫

রোজ সানির ঘরে যান প্রযোজকরা!
leon
সুরমা মেইলঃ ‘কয়লা ধূলে ময়লা যায় না’। শিরোনাম পড়ে হয়তো এমনটাই ভাবছেন এক সময়ের শীর্ষ কানাডিয়ান পর্নো অভিনেত্রী সানি লিওন সম্পর্কে। কিন্তু না, নামের সাথের ‘পর্নো তারকা’ তকমাটা মুছে ফেলেছেন অনেক আগেই। ওই খেতাবটা এখন শুধুই ‘সাবেক’। এখন তিনি বলিউডের ‘বেবিডল’। মহা ব্যস্ত অভিনয় নিয়ে। ‘সেক্সি’ শরীরের ভাজ ও অভিনয় প্রতিভা দেখিয়ে ক্রমেই নিজেকে নিয়ে যাচ্ছেন বলিউড সেলিব্রেটিদের কাতারের উপরের দিকে। আর তাইতো পরিচালক-প্রযোজকরাও ছুটছেন সানির পেছনে। চুক্তি করাচ্ছেন নতুন নতুন ছবিতে। চেক নিয়ে হাজির হচ্ছেন বাড়িতে।

সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই দাবী করেছেন সময়ের সবচেয়ে আবেদনময়ী এ বলি অভিনেত্রী। প্রতিদিনই প্রযোজকরা চেক নিয়ে ছুটছেন তার বাড়িতে। তাই চাইলেই প্রতিদিন তিনি একটা করে নতুন ছবিতে সই করতে পারেন। কিন্তু টাকা তার কাছে মূখ্য বিষয় নয়। বরং পাক্কা অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য। তাই প্রচুর ছবির অফার থাকা স্বত্বেও কাজ করছেন বেছে বেছে।  সাক্ষাতকারে অন্তত এমন তথ্যই জানালেন সানি।

বলিউডে পা রাখার পর থেকেই আলোচনার শীর্ষে সাবেক এ পর্নো তারকা। কিছুদিন আগেই কনডমের বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।  এ নিয়ে ভালোই ঝড় গেছে তার উপর দিয়ে।  সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই আবারও কনডমের বিজ্ঞাপন নিয়ে হাজির। যেটা বেশ ভাইরালও হয়েছে বলি দুনিয়ায়। এটা নিয়েও জোর সমালোচনা চলছে বলি পাড়ায়। এই সমালোচনা কাটিয়ে আবার নতুন কোন সমালোচনার জন্ম দেন সেটার জন্যই অপেক্ষা। কেননা, তার বলিউড যাত্রাইতো একটা বিরাট সমালোচনা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com