রোনালদোকে ছাড়াই ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল

প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬

রোনালদোকে ছাড়াই ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল

download (8)

স্পোর্টস ডেস্ক : কিকঅফের ১৬ মিনিটেই ক্রিশ্চিয়ানো রোনালদোর চোখে জল, শিশুর মতো অঝোরে কাঁদছেন পর্তুগিজ  যুবরাজ। বাঁ হাঁটুর চোট নিয়ে শেষ পর্যন্ত প্রথমার্ধের ২৫ মিনিটে নিজেকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হলেন তিনি। ন্যানি, রেনেতাদের বুঝি তখনই জেদ চেপে বসেছিল, অধিনায়কের চোখের জলের মূল্য একমাত্র শিরোপা ছাড়া আর কিছুই হতে পারে না। বদলি অ্যান্থোনিও এদারও বুঝি সেই চাপা জেদ সঙ্গী করেই দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে মাঠে এসেছিলেন। খেলার অতিরিক্ত সময়ের ১০৯ মিনিটে করা ২৮ বছর বয়সী এ মিডফিল্ডারের একমাত্র গোলেই স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে ইউরোপের নতুন চ্যাম্পিয়ন হলো পর্তুগিজরা। পুরো বিশ্ব দেখল প্যারিসের স্তাদো দ্য স্টেডিয়ামে মেরুন রঙের গর্জন।

ফ্রান্সের বিপক্ষে শেষ দশ ম্যাচের একটি ম্যাচও জিততে পারেনি যে পর্তুগাল, তারাই কি-না ঘরে এসে ফাইনালের বড় মঞ্চে ফ্রান্সকে হারিয়ে ট্রফি বগলদাবা করে ঘরে ফিরল। প্রথম কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্তুগালের ফুটবল ইতিহাসটা যেন নতুন করে লেখা শুরু হলো। তাদের পুরনো ইতিহাসের পাতায় পাতায় যে ছিল শুধুই শূন্যতা। সেই যে দেশের মাটিতে এক যুগ আগে ২০০৪ ইউরোর ফাইনালে অখ্যাত গ্রিস তাদের কাঁদিয়ে গেল। এর এক যুগ পর এলো বহু কাঙ্ক্ষিত শিরোপা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com