রোনালদো-মেসি ও নেইমারদের পাশে কোহলি-ধোনি

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

রোনালদো-মেসি ও নেইমারদের পাশে কোহলি-ধোনি

1461287434

স্পোর্টস ডেস্ক : ইএসপিএন গ্লোবাল স্পোর্টস ফেইমের তালিকায় ঠাঁই পেয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। বিশ্বের সবচেয়ে উপার্জনকারী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি এবং নেইমারদের নিয়ে গড়া ওই তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও।

খেলাধূলা বিষয়ক ওয়েব খেলোয়াড়ের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন কোহলি। এই তালিকায় বাস্কেটবল এবং ফুটবল খেলোয়াড়দের আধিপত্য থাকলেও এবার সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তালিকার ১৩তম অবস্থানে।

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা রয়েছেন এই তালিকার ৪১তম অবস্থানে। ইএসপিন স্পোর্টস অ্যানালাইটিকস ডিরেক্টর বেন অ্যালমার এই তালিকা তৈরি করেন। খেলোয়াড়দের বেতন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে আলোচনা এবং গুগল সার্চে জনপ্রিয়তার দিক বিবেচনা করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

শীর্ষে থাকা রোনালদোর পর দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান বাস্কেটবল তারকা লিব্রন জেমস। এরপর তৃতীয় ও চতুর্থ স্থানটি দখলে নিয়েছেন বার্সা তারকা মেসি ও নেইমার। পঞ্চম স্থানে রয়েছেন টেনিস কোর্টের কিংবদন্তী তারকা রজার ফেদেরার।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com