সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকংয়ের শেষ ১৫ মিনিটের খেলাকে রীতিমতো থ্রিলার মুভির সঙ্গেও তুলনা করা যেতে পারে! বাংলাদেশের সমতায় ফেরা আবারও পিছিয়ে পরা আবারও সমতা আবারও নিজেদের ভুলে হার। ৭ গোলের থ্রিলার শেষে ম্যাচটা শেষ মিনিটে গিয়ে হেরেছে বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। হংকংয়ের চতুর্থ গোলের পরই ম্যাচের শেষ বাশি বেজেছে।
ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ৮৪তম মিনিটে মোরসালিনের গোলে ব্যবধান ৩-২ হয়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে শমিত সোম গোল করে ব্যবধান ৩-৩ করে ফেললে উল্লাসে ফেটে পরে ঢাকার জাতীয় স্টেডিয়াম। কিন্তু কে জানত তারপরও হাতশা অপেক্ষা করছে! ম্যাচের শেষ বাশি বাজার আগে ডিফেন্সের ভুলে গোল হজম করে বাংলাদেশ। যাতে শেষ পর্যন্ত ৪-৩ গোলের হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। এই হারে এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন এখন অনেকটাই শেষ বাংলাদেশের।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুুরুহ কোন থেকে দারুণ এক ফ্রি-কিকে গোল করে দলকে ১-০তে এগিয়ে দেন হামজা। ম্যাচের শুরুর দিকে কিছুটা অগোছালো বাংলাদেশ এই গোলের পর পাল্টে যায়।
রক্ষণ সামলে মাঝে মধ্যেই আক্রমণে উঠে ভড়কে দিয়েছে হংকংকে। অবশ্য লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে জটলার মধ্যে বল পেয়ে গোল করেন হংকংয়ের এভারটন। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরই গোল হজম করে বাংলাদেশ। সোহেল রানার ভুল পাসে বল পেয়ে গোল করেন হংকংয়ের রাফায়েল মার্কেজ। পিছিয়ে পরা বাংলাদেশ কোচ তিন পরিবর্তন আনেন। মাঠে নামান জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম ও শমিত সোমকে। তাতেই বদলে যায় মাঠের চিত্র। হংকংয়ের চেয়ে মাঠের দাপটে এগিয়ে যায় বাংলাদেশ।
৭৫ মিনিটে ডিফেন্সের ভুলে আবারও গোল হজম করে বাংলাদেশ, গোল করেন সেই রাফায়েল মার্কেজ। তখন মনে হচ্ছিল বাংলাদেশের হারই ম্যাচের সম্ভাব্য ফল। কিন্তু শেষ ১৫ মিনিটে বারবার রং বদলায় মাঠের খেলায়।
৮৪ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক ফাহমিদুল হেড করলে বল রিসিভ করতে গড়বড় করে বসেন হংকং গোলরক্ষক। সেই সুযোগে ফাঁকায় বল পেয়ে জালে জড়িয়ে দেন শেখ মোরসালিন। শেষ সময়ে আক্রমণে আরও ধার বাড়ায় বাংলাদেশ। যোগ করা সময়ের শেষ মিনিটে শমিত সোমের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
জায়ান আহমেদের কর্নারে প্রতিপক্ষ ডিফেন্ডার মাথা ছোয়ার পর বল পেয়ে যান শমিত। দারুণ হেডে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তারকা খেলোয়াড়। ৩-৩ গোলে সমতায় ফিরে বাংলাদেশ। কিন্তু তখনও যে নাটকের বাকি সেটা কে জানত!
ম্যাচের একেবারে শেষ সময়ে আবারও ডিফেন্সের ভুলে গোল হজম করে বাংলাদেশ। জটলার মধ্যে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি পুরো বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন। ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি