রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের কোর্ট রোডস্থ জেলা আইনজীবী সমিতির সম্মুখে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল আহমদ চৌধুরীর পরিচালনায় ও জেলা আইনজীবী সমিতির সহ- সভাপতি চাঁদ মুড়ালী সিংহ এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র এডভোকেট বাবু শান্তি পদ ঘোষ, সিনিয়র এডভোকেট মুজিবুবুর রহমান মুজিব, এডভোকেট রমা কান্ত দাস গুপ্ত, এডভোকেট রঞ্জিত কুমার ঘোষ,এডভোকেট রাধা পদ দেব সজল, এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী শিবলী প্রমুখ।

বক্তারা বলেন, মায়ানমারে মুসলমানদের মারা হচ্ছে, মা-বোনদের ধর্ষণ-খুন করা হচ্ছে। অথচ সেই দেশেরই শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি নির্বিকার ভঙ্গিতে রয়েছেন। এ হত্যাকান্ডের প্রতিবাদে সারা বিশ্ব উত্তাল হয়ে উঠলেও রোহিঙ্গাদের জন্য তিনি কোনো কথাই বলছেন না। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার ঘটনায় বিশ্ববাসীকে তাদের পাঁশে থাকার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com