রৌমারীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

রৌমারীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

download-4সুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রামের রৌমারীতে আজমল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

এলাকাবাসী জানায়, আজমল হোসেন ও তার বিমাতা ছোট ভাই মনিরুজ্জামান ওরফে মহিজল এর সাথে দীর্ঘদিন থেকে জমা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী জমিতে আজমল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহানী পিপিএম জানান, আজমল হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।

এদিকে নিহতের বড় ছেলে আব্দুল হামিদ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com