সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫
সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। খবর বিবিসি
ব্রিটেনের পুলিশ পূর্ব লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে।
লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়।
একজন ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করলে তিন জন যাত্রী আহত হন যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকে ‘ এটা সিরিয়ার জন্য”।
এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং ৭:১৪ মিনিটেই পুলিশ তাকে আটক করে।
প্রথমে তাকে স্টেনগান দিয়ে আঘাত করে এবং পরে হেফাজতে নেয়া হয়।
পুলিশ বলছে হামলকারি সেসময় অন্যদের ক্রমাগত ছুড়ি দেখিয়ে ভয় দেখাচ্ছি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলছেন “ আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আওভান জানাচ্ছি”।
এদিকে সেন্ট্রাল লাইনে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন হচ্ছে।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক।
লিবারেল ডেমোক্রাট নেতা টিম ফ্যারন লিখেছেন এই হামলা পুরাপুরি শয়তানের কাজ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি