লম্বা লম্বা চুলে এ কোন শহিদ?

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

লম্বা লম্বা চুলে এ কোন শহিদ?

imagesবিনোদন ডেস্ক : নতুন ছবিতে বলিউডের চকলেট বয় শহিদ কাপুরের নতুন লুক প্রকাশ হয়েছে। সেখানে তাকে দেখা গেছে রক্স্টারের গেটাপে। লম্বা লম্বা চুল রেখেছেন। শক্ত শরীরে সিক্সপ্যাক। গা-জুড়ে ট্যাটু। একদম অচেনা শহিদ। বলা হচ্ছে অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ছবির কথা। এই ছবিতে শহিদের চরিত্রটি কেমন সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিলো। অবশেষে দূর হলো সকল সংশয়। পোস্টার দেখেই বুঝা গেল শানদার শহিদ এখন রকস্টার হয়ে ফিরছেন। আর এই ছবিতে শানদারের নায়িকা আলিয়া ভাটই জুটি বেঁধেছেন শহিদের সঙ্গে। এরইমধ্যে পুরোদমে চলছে ছবির কাজ। চলতি বছরেই ছবিটিকে মুক্তি দিতে চান পরিচালক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com