সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : মা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে মা খুন হয়েছেন। রোববার (০৮ মে) সকালে পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মা আনোয়ারা বেগম (৭০) ওই এলাকার জীবন আলীর স্ত্রী ও ওয়াসকরনি মিয়ার মা। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- ওয়াসকরনি মিয়ার তিন স্ত্রী। এর মধ্যে ছোট স্ত্রী তাঁর নির্যাতনের শিকার হয়ে গতকাল শনিবার পালিয়ে গেছে। আজ সকালে মায়ের সঙ্গে এ নিয়ে তাঁর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠি দিয়ে ওয়াসকরনি আনোয়ারা বেগমকে এলোপাতারি পেটায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ওয়াসকরনি পলাতক রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, তদন্ত করে বিষয়টি উদঘাটন করা হবে। অপরাধীকে আটকের চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি