সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬
বিনোদন ডেস্ক : সাত মাসেরও বেশি সময় পর নাটকে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এবারও তার নায়ক মাহফুজ আহমেদ। নতুন নাটকটির নাম ‘লাভ অ্যান্ড কোং’। এর দৃশ্যায়ন হচ্ছে সিলেটের দুসাই রিসোর্ট ও তার অাশপাশে। ঈদ উপলক্ষে তৈরি হচ্ছে সাতপর্বের এই ধারাবাহিকটি।
এটি লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ সেজান। মাহফুজ-পূর্ণিমার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন মিশু সাব্বির, সাবিলা নূর, ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ। সর্বশেষ গত বছরের আগস্টে আরিফ খানের পরিচালনায় ‘আমার বেলা যে যায়’ টেলিছবিতে অভিনয় করেন মাহফুজ ও পূর্ণিমা। ‘লাভ অ্যান্ড কোং’ এনটিভিতে প্রচার হবে আগামী রোজার ঈদে। মৌলভীবাজারে কন্যাসন্তান আরশিয়াকে নিয়ে গেছেন পূর্ণিমা। তারা আছেন সেখানকার পাঁচতারকা হোটেল দুসাই রিসোর্ট অ্যান্ড স্পাতে। কাজের ফাঁকে মেয়েকে নিয়ে পাহাড়, টিলা, বন দেখছেন তিনি। এদিকে নির্মাতা মাসুদ সেজান জানান, ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণ, চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
Design and developed by ওয়েব হোম বিডি