সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৫
সুরমা মেইলঃ গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অনুষ্ঠিত ৭ম জাতীয় আইসিটি ফেস্ট এর প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি অসাধারণ সাফল্য অর্জন করেছে। গত ৪ ও ৫ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটি দেশের প্রায় ৭০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে (বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় স্থান)। প্রতিযোগীরা জানান, সিএসই বিভাগের সব সময়ের ল্যাব সাপোর্ট (সকাল ৯ টা থেকে রাত ৯ টা), সাপ্তাহিক প্রোগ্রামিং ওয়ার্কশপ এবং কোচদ্বয়ের অক্লান্ত পরিশ্রমই তাদের এই ধারাবাহিক সাফল্যের চাবিকাঠি। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান খান প্রতিযোগিদেরকে এই অসাধারণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে এর থেকে আরও ভাল সাফল্যের জন্য অনুপ্রেরণা দিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি