লিডিং ইউনিভার্সিটির সুপার নাইন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

লিডিং ইউনিভার্সিটির সুপার নাইন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
leading
সুরমা মেইলঃ লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত সুপার নাইন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লিডিং ইউনিভার্সিটির কামালবাজারস্থ স্থায়ী ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার বিকাল ৪টায় ফাইনাল ম্যাচে আলিফ লায়লা বনাম বিবিএ ৩৫ তম ব্যাচ প্রতিদ্বন্দ্বিতা করে। প্রীতি ম্যাচে অংশ নেন  টিচার্স বনাম অফিসার্স । টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে বিশাল জয় পায় টিম আলিফ লায়লা এবং প্রীতি ম্যাচে জয় পায় অফিসার্স।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য  প্রফেসর ড. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম এবং সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। এছাড়াও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, পূরকৌশল বিভাগের প্রধান আবুল আবরার মাসরূর আহমদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রচুর দর্শক সমাগমে ফাইনাল ম্যাচ এবং জাঁকজমকপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com