সিলেট ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক : প্যারিস: প্রথম ম্যাচে হতাশ করছিল বেলজিয়াম৷ তবে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্তভাবে মেলে ধরল বেলজিয়ামের আক্রমণভাগ। কেভিন ডি ব্রুইন ও রুমেলু লুকাকুদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে আইরিশদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল ফিফা র্যা ঙ্কিং অনুযায়ী ইউরোপের সেরা দলটি৷ বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন লুকাকু৷ বাকি গোলটি করেন ভিটসেল৷
আর ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন লুকাকু৷ এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। ব্যবধান বাড়াতেও দেরি করেনি তারা৷ ৬১ মিনিটে ডিফেন্ডার টমাস মেনুয়ের উঁচু করে বাড়ানো বল ছ’ গজ বক্সের সামনে পেয়ে বিনা বাধায় হেডে জালে জড়ান মিডফিল্ডার ভিটসেল। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি।
এই গোলের ন’মিনিট পরে লুকাকুর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের। এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ধরে আট গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি