লেখক-অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তায় ১২ পুলিশ

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

লেখক-অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তায় ১২ পুলিশ

ড.-মুহম্মদ-জাফর-ইকবাল_1921

সুরমা মেইল নিউজ : জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার নিরাপত্তার জন্য সিলেট মহানগরের সশস্ত্র পুলিশ নিয়োজিত করা হয়েছে। সায়েন্স ফিকশন, উপন্যাস, গল্প ছাড়াও সাদাসিধে কথা শিরোনামে তিনি শিক্ষা-সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে লিখে আসছেন বহুবছর যাবত।

সাম্প্রতিক হত্যাকান্ড ও বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যার প্রেক্ষিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ।

এখন দিন-রাত ২৪ ঘণ্টায় তার নিরাপত্তায় নিয়োজিত থাকেন ১২ জন পুলিশ সদস্য। তিন ভাগে প্রতি ৮ ঘণ্টায় ৪ জন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক তার সঙ্গে থাকেন বলে জানান ওসি।

গত বছরের মে মাসে ‘আনসার উল্লাহ বাংলা টিম-১৩’ একটি সংগঠনের নামে অধ্যাপক জাফর ইকবালসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর থেকে জাফর ইকবালের নিরাপত্তায় অস্ত্রবিহীন পুলিশ সদস্য নিয়োজিত করা হয়। সাম্প্রতিক সময়ে রাজধানিতে জোড়া হত্যাকান্ডের পর তার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ সদস্য নিয়োজিত করার বিষয়টি নিশ্চিত করে রহমত উল্লাহ বলেন, পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফর ইকবালকে সশস্ত্র পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে। সামগ্রিক পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটের কোনো ব্যক্তি জীবননাশের হুমকি পেলে পুলিশকে জানানোরও আহ্বান জানান রহমত উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com