শতাধিক নারীর নগ্ন হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ !

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

শতাধিক নারীর নগ্ন হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ !

a563a6ccb84855be6a87a6ea55deead9060bda45-630x420

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নগ্ন হয়ে রাস্তায় নেমেছেন শতাধিক নারী। শিল্পী-ফটোগ্রাফার স্পেনসার টিউনিকের ডাকে তারা ক্লিভল্যান্ডের রাস্তায় নেমে আসেন। তাদেরকে সারিবদ্ধ হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তাদের সকলেরই বক্তব্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য চুড়ান্ত অনুপযুক্ত ডোনাল্ড ট্রাম্প। তার জন্য বন্ধ করে দেয়া হোক হোয়াইট হাউসের দরজা। তাদের মতে, আমেরিকার দরকার এক ঐক্যপ্রিয় পথপ্রদর্শক। কিন্তু ট্রাম্প একজন বিভাজক, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ঐক্য হারাবে।

এই বার্তা দিতেই মার্কিন শিল্পী স্পেনসারের ডাকে নগ্ন হয়ে ক্লিভল্যান্ডের রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক নারী। তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে আয়না। যা বাস্তব চিত্রের প্রতীক এবং প্রগতিশীল নারীদের জ্ঞান ও মমতাশীল মায়ের প্রতিফলন।

চলতি বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রিপাবলিকান পার্টির প্রর্থী বাছাইয়ের লড়াইয়ে ট্রাম্পের প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য নারীদের নগ্ন হয়ে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন শিল্পী-ফটোগ্রাফার স্পেনসার টিউনিক৷

ন্যুড ফটোগ্রাফিতে বিখ্যাত টিউনিকের ডাকে সাড়া দিয়ে প্রতিবাদে যোগ দেন প্রায় ১৩০ জন নারী। এই ছবিই টিউনিক প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার ওয়েবসাইটে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের নারী ও সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ রয়েছে বলে মনে করেন টিউনিক। সেই কারণেই ট্রাম্পকে ঘৃণা করেন তিনি। তার বক্তব্য, এরকম এক লোকের মুখের নিম্ন রুচির ভাষা কখনও রিপাবলিকান পার্টির আর্দশের প্রতিফলন হতে পারে না। সবার দৃষ্টি আকর্ষণ করতেই টিউনিকের এই প্রচেষ্টা।

সম্প্রতি উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে এবং ভবিষ্যতের বিপদ নিয়ে সবাইকে সতর্ক করতেও নগ্ন হয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন টিউনিক। সেসময় ব্রিটিশ শহর হালের প্রায় তিন হাজার নারী-পুরুষ উলঙ্গ হয়ে রাস্তায় নেমেছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com