সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : দিনের শুরুতেই অবাক হয়ে যাবেন আপনার যৌক্তিক যুক্তিকে কেউ উড়িয়ে দিতে চাইবে। আপনার যুক্তির বিরুদ্ধে দেখাতে চাইবে বিজ্ঞের মতো অবস্থান। ধ্যাৎ সবই ফালতু, কি করবেন ভেবে ওঠার আগেই আজ্ঞাবহ কর্মচারীর মতো দায়িত্ব পালনে মগ্ন হতে পারেন। অর্থভাগ্য আজ নিতান্তই বেরসিক মশাই। কিন্তু স্বাদের পায়েস রেঁধে বসে আছে শুভাকাঙ্ক্ষী। তার কথা ভেবে মনে পাবেন প্রশান্তি।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০)
আজ নিজেকে বিশেষভাবে একজন সমাজকর্মী ভাবতে পারেন। মনে হতে পারে সমাজের অমুক উপকারটা আপনার চিন্তাতেই হয়েছে। অনুপ্রাণিত হতে পারেন নতুন কোনো ভালো কাজের জন্য। কর্মক্ষেত্রে আজ বসের সামনে যেকোনো বিষয়ে হোচট খেতে পারেন। দূরযাত্রা নিতান্তই ভালো। যাবেন নাকি ঘরে বসে মুভি দেখবেন সেটা আপনার ইচ্ছার ওপর নির্ভর করবে।
মিথুন (মে ২১ – জুন ২০)
আজ এমন একটা দিন, যা আপনার আশা পূরণ করতে যাচ্ছে। যা চাইছিলেন না বা নিজেকে যেখানে অযোগ্য মনে করতেন তার দায়িত্বও পেয়ে যেতে পারেন। আজ কোনো প্রতিযোগীতামূলক খেলায় আপনাকে টানতে পারে। বন্ধুদের সঙ্গে আড্ডাটা জমবে বেশ। দিনের শেষভাগে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২)
কর্কট আজ আপনার মন ভীষণভাবে টানছে লেখাপড়ার দিকে। পড়ার মধ্যে খুঁজে পাবেন অচেনা-অজানা সুখের আস্বাদ। পরিবারের সদস্যদের কারো রোগমুক্তিতে আনন্দ ধরে রাখা দায় হতে পারে। আজ কোনো এক উপলক্ষে ভুরিভোজ হবে মনের মতো। আজ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
কোনো অনুসন্ধানী কাজে আজ মন বসতে পারে। আজ একটা মহা সত্যের সন্ধান পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সৃষ্টি হবে নতুন মেলবন্ধন, কিন্তু কোনো একজনের সঙ্গে বেধে যাবে ঘোর বিরোধীতা। আর্থিক লেনদেন শুভ। রাস্তা পারাপারে বিশেষ দৃষ্টি রাখতে হবে। দূরযাত্রা না করাই উত্তম।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২)
সামাজিক কোনো কাজে পৌঁছবেন একদম শেষ মুহূর্তে। তবে তা আপনার জন্য মঙ্গলই বটে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুভ। বন্ধুদের সঙ্গে সন্ধ্যাটা যাবে বেশ আনন্দের। প্রিয় মানুষের সাড়া পাবেন ইতিবাচক।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২)
আজ আপনার কাঁধে ভর করবে কুম্ভের দাপট। নজরে নজর, আর কৌশলের তীক্ষ্ণতা মিলে গেলে ব্ন্ধুত্ব হতে পারে, বিপরীত অবস্থায় শত্রুতা নিশ্চিত। গোড়াধর্মাবলম্বীর পাল্লায় পড়ে মেজাজ খিচিয়ে যেতে পারে দিনের শেষভাগে। কাজের প্রতি আজ অনীহা সৃষ্টি হবে। প্রিয় মানুষের মিষ্টি কথা আজ তেঁতো লাগতে পারে। লটারীর টিকিট মিলে গেলে আজকের দিনে আপনার মতো ঝকমারি হাসি কেউ হাসতে পারবে না।
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১)
আজ নতুন কোনো সম্পর্কে পাবেন নতুন মাত্রা। হঠাৎ করেই নিজের চেহারাই দেখবেন রঙের ঝিলিক। প্রশংসায় যখন আহলাদিত তখনই একটু শারীরিক দুর্বলতা অনুভব করবেন। খাবার দাবারে বিশেষ নজর আবশ্যক। অর্থভাগ্য মোটামুটি এগুবে। অংশীদারি ব্যবসায় উন্নতি নিশ্চিত। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
হঠাৎই একটা সুযোগ মিলে যাবে। আপনার জীবনের মোড় ঘুরে যাবে সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে। আজ পাওনা অর্থ হাতে আসবে, তবে পাওনাদারের নজরদারিতে পড়তে পারেন। আজ কেনাকাটায় বিশেষ সুবিধা পাবেন। ভালোবাসার রং আজ গাঢ় হবে। তাই মশাই একটু রঙিন হয়ে যান সকাল সকাল।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
একটা চিঠি বা কথায় মনটা খারাপ হয়ে যেতে পারে সকাল করেই। আজ কাজের চাপ থাকবে অনেক বেশি। মনের অজান্তেই কোনো ভুল করে বসতে পারেন। অর্থ বিনিয়োগে সাবধানতা অবলম্বন আবশ্যক। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পরিবারের কারো সঙ্গে মতবিরোধ বাধতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
সৌভাগ্যের দ্বারে দাড়িয়ে নাকি, সৌভাগ্য আপনার দুয়ারে হাজির তা বোঝা বড় দায় হবে আপনার জন্য। মজার কোনো খাবারে লোভ সামলাতে পারবেনা না। পেটপুরে খেয়ে তবে বাড়ি ফিরবেন। অর্থ পকেটে আসি আসি করছে। দুয়েকের মধ্যে শুভ খবর কানে আসবে। উচ্চশিক্ষা লাভে কেউ কেউ বিদেশ যাওয়ার সুযোগ পবেন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
গ্রহ আজ আপনার সৌভাগ্যের কথায় বলছে। প্রিয় জিনিস আজ প্রিয়তার শীর্ষে ওঠার বন্দোবস্ত করছে। অর্থভাগ্য বেশ দারুন। আজ নদী ভ্রমণে গিয়ে নতুন অভিজ্ঞতার সঞ্চার হতে পারে। আত্মীয়র কাছে অনেক বেশি সমাদর পাবেন দায়িত্ব পালনের দক্ষতার কারণে। প্রতিবেশির কেউ ভূয়ষী প্রশংসা করবে, যা আপনার কানে এসে স্বস্তি বাড়িয়ে দেবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি