শনিবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

শনিবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

download (1)

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ইমা, লেগুনা, কেরিক্যাব, সিএঞ্জি স্ট্যান্ড সিলেট সিটি কর্পোরেশনের অভিযান উচ্ছেদ ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলার সকল সড়কে এ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট’র ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ। বৃহস্পতিবার (০২ জুন) সকালে জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র দক্ষিণ সুরমাস্থ কার্যালয়ে অনুষ্টিত সভায় এ ধর্মঘট আহ্বান করা হয়।

সভায় বক্তারা বুধবার সিলেট কোর্ট পয়েন্ট থেকে লেগুনা-ইমা স্ট্যান্ড উচ্ছেদ ও দুটি গাড়িভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গাড়িগুলোর ক্ষতিপূরন, নগরীতে লেগুনা ও সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড পুনর্বহাল, সিসিক’র চাঁদাবজি, ছাতক পৌরসভার অন্যায়,টেক্স আদায়, সিলেট-সুনামগঞ্জ-ছাতক, সিলেট -কোম্পানীগঞ্জ, সিলেট-তামাবিল, সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার-ঢাকা দক্ষিণ, সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-হবিগঞ্জ, সিলেট-মৌলভীবাজার, বিশ্নাথ, ব্লাাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ সবক’টি সড়কে পুলিশের হয়রানী ও চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানানো হয়। পাশাপাশি রাস্তা সংস্কারসহ সিলেট নগরীতে সিএনজি অটোরিক্সা, লেগুনা-ইমা প্রভৃািত যানবাহন চলাচলে শৃংখলা আনার দাবি করা হয়। দাবি মেনে না নিলে শনিবার সকার ৬টা থেকে জেলার সবক’টি সড়কে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার যানবাহন ধর্মঘট পালিত হবে।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি দিলু মিয়া, সহ সভাপতি কাজী রুনু মিয়া মঈন, মতছির আলী, মোঃ সুন্দর আলী খান, আব্দুল গফুর ও খলিল খান, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, সহ সাধরণ সম্পাদক আব্দুস সালাম, ইনছান আলী, জামাল আহমদ, আনিছুর রহমান চৌধুরী ও মিছবাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, নিখিল চন্দ্র দাস, আবুল হাসনাত, প্রচার সম্পাদক আরিফ হোসেন হিরা, সহ প্রচার সম্পাদক আইবুর রহমান, আহমদ আলী স্বপন, দপ্তর সম্পাদক শামসুল হক মানিক, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, চৌহাট্টা লাইটেস মাইক্রোবাস শ্রমিক উপ রোড কমিটি-২ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সওদাগর, টেম্পু-লেগুনা-হিলম্যান মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, কোর্ট পয়েন্ট শাখার সভাপতি মঞ্জুর হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমদ  প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com