সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : দীর্ঘ দিন পরে শুধু আগামী সপ্তাহের প্রথম দিন শনিবার সরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব ব্যাংক খোলা থাকবে।
অন্যান্য সময়ে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও শুধু আগামী ১৬ জুলাই খোলা থাকবে সরকারি সকল অফিস। এজন্য এদিন ব্যাংকগুলোও খোলা থাকবে যথারীতি।
৬ তারিখে ঈদ ধরে এবারের ঈদ-উল-ফিতরের সরকারি ছুটি ছিল ৫,৬ ও ৭ জুলাই। কিন্তু ১ জুলাই ছিল শুক্রবার। ঈদের ছুটি শেষে ৮,৯ জুলাই শুক্র ও শনিবারও ছিল নিয়মিত সপ্তাহিক ছুটি। ৩ জুলাই ছিল শবে ক্বদর উপলক্ষ্যে সরকারি ছুটি। মাঝখানে শুধু ৪ জুলাই কর্মদিবস ছিল।
৪ জুলাই বাধা হয়ে দাঁড়ায় একটানা নয়দিনে ছুটির পথে। এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হওয়ার পরে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেন। এ ছুটির পরিবর্তে ১৬ জুলাই কর্মদিবস ঘোষণা করা হয়।
বাংলাদেশ ব্যাংক সরকারের নির্বাহী আদেশটি ঈদের আগেই সকল ব্যাংকে পাঠায়। সেজন্য আগামী ১৬ জুলাই শনিবার বাংলাদেশ ব্যাংক এবং সকল তফসিলি ব্যাংক খোলা থাকবে।
Design and developed by ওয়েব হোম বিডি