শনিবার রাতে বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

শনিবার রাতে বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

সুরমামেইল ডেস্ক :
বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর আকাশে আগামী শনিবার (১৪ অক্টোবর)। গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে, আর শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ১২ সেকেন্ডে।

 

আবহাওয়াবিদ নাইমা বাতেন জানিয়েছেন, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। এটি দেখা যাবে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে।

 

গ্রহণটি শুরু হবে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট থেকে পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট ১০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে নিকারাগুয়ার মানকি পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে দুপুর ১২টা ২৭ মিনিট ৪ সেকেন্ডে। গ্রহণটি শেষ হবে ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে বিকেল ৫টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।

 

বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে চাঁদ ওই দিন আংশিকভাবে সূর্যের আলো ঢেকে দেবে। সূর্যের ঠিক মাঝে চাঁদের ছায়া পড়বে। চারপাশ দিয়ে ছড়িয়ে পড়বে আলোর রশ্মি। এই গ্রহণ উজ্জ্বল আলোর আংটির মতো দেখতে লাগে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com